Home » গাংনীতে অটােভ্যান উল্টে শিশুসহ ৫ জন আহত হয়েছেন

গাংনীতে অটােভ্যান উল্টে শিশুসহ ৫ জন আহত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
96 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে অটােভ্যান উল্টে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী লাইলী খাতুন (৪৫),তার শিশু পুত্র মােরসালিন (৪),গজারিয়া হেমায়েতপুর গ্রামের আইনাল হকের স্ত্রী রুপা খাতুন (৩৫),রুপার মেয়ে ইরিন (১৪) ও বাদিয়াপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী লিনা খাতুন (৪৫)।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বনবিভাগের সামনে অটােভ্যান উল্টে আহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলা শহরের দিক থেকে অটােভ্যানযােগে শিশুসহ ৫জন যাত্রী মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটােভ্যানটি গাংনী বনবিভাগের সামনে পৌঁছালে,একটি কুকুর দ্রুত রাস্তা পারাবারের সময় অটােভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় অটােভ্যানটি উল্টে গেলে,যাত্রীরা পড়ে আহত হয়। তবে অটােভ্যান চালক অক্ষত রয়েছেন।

আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে । তবে আহত লিনার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন