নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অবৈধ ৪ ইট ভাটা থেকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভাম্রমান আদালত। ইট ভাটা বন্ধ ঘোষনা।
মেহেরপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার পাশাপাশি জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ইট ভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা (ভুমি) সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।
মঙ্গলবার বেলা দুপুরের দিকে দ্বিতীয় দিনের মত গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দি গ্রাম
এলাকায় চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটা গুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়াপত্র না থাকা এবং জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় নির্দেশনা দেয়া হয়েছে এসব অবৈধ ইটভাটা গুলোতে কোন প্রকার কার্যক্রম পরিচালনা না করতে। জরিমানাকৃত ইটভাটা গুলো হচ্ছে -থ্রি স্টার ১ লক্ষ টাকা, জনতা ব্রিকসের ১ লক্ষ,রুপসা ব্রিকসের১ লক্ষ টাকা, এবং সমতা ব্রিকসের ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ফায়ার সার্ভিস কর্মিদের সহযোগীতায় পানি দিয়ে ভাটার চুলা বন্ধ করে দেয়া হয়। পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে কাচা ইট। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত।