নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শ্রী সঞ্জয় কুমার দাস (২৫) ও শ্রী প্রশান্ত কুমার দাস (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
আজ বুধবার (০৮/১২/২১) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া বাজার এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। শ্রী সঞ্জয় কুমার দাস বেতবাড়ীয়া দাস পাড়া এলাকার শ্রী ভবত দাসের ছেলে এবং শ্রী প্রশান্ত কুমার দাস একই এলাকার শ্রী রবি দাসের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেতবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় শ্রী সঞ্জয় কুমার দাস ও শ্রী প্রশান্ত কুমার দাস কে আটক করার পর তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।