আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে রাতের আঁধারে পরকীয়ার অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) ও প্রবাসি সাইফুল ইসলামের স্ত্রী আঙ্গুরি খাতুনকে আপত্তিকর অবস্থায় আটক করে গাংনী থানা পুলিশে দিয়েছে গ্রামবাসি।বুধবার দিবাগত রাত ৯ টার দিকে মাইল মারী গ্রামে প্রবাসি সাইফুল ইসলামের বাড়ীতে এঘটনা ঘটে। আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করা হয়।
আটককৃত আঙ্গুরি প্রবাসি সাইফুলের স্ত্রী ও গাংনী উপজেলার তেঁতলবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।বর্তমানে গাংনী থানায় দুজন আটক রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাইল মারী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রীর সঙ্গে ইসমাইল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল।
এ সম্পর্কের জের ধরে ইসমাইল হোসেন বুধবার দিবাগত রাত ৯ টার দিকে গোপনে দেখা করার জন্য ওই মহিলার ঘরে যায়।এ বিষয়টি টের পেয়ে ঘরের মধ্য আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয় গ্রামবাসি আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে গ্রামের মেম্বরের কাছে জানতে চাইলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল হোসেন ও প্রবাসি সাইফুল ইসমাইলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে অনৈতিক কর্মকান্ড করার সময় গ্রামের লোকজন দুজনকে আটক করে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।সাইফুল ইসলামের পরিবারের লোকজন বলেন,মহিলার সাথে ইসমাইলের অবৈধ সম্পর্ক করে আসছে।আমরা তাদের দৃষ্টান্তমুলক বিচার চাই।
এ ব্যাপারে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করে গ্রাম বাসি পুলিশে হস্তান্তর করেছে।আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।