Home » গাংনীতে আবারও সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

গাংনীতে আবারও সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কর্তৃক xVS2UqarHx07
116 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

আবারও মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে দুই বিঘা জমির পাতাকপির ক্ষেত কাটার কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গত বুধবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে বিশ্বাস পাড়ার মাঠে মৃত আনসার আলী ছেলে আহসান ও মৃত মোফাজ্জল আলীর ছেলে মোজাফফরের পাতাকপির ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা কাহারা আহসান ও মোজাফ্ফরের ৩ বিঘা জমির মধ্যে ২ বিঘা জমির পাতাকপি কেটে তসরুপ করে।

কৃষক আহসান জানান, ধার-দেনা করে দেড় বিঘা জমিতে বাঁধাকপি আবাদ করি। প্রায় ৫০ হাজার টাকা জমিতে খরচ করেছি কপি বিক্রয় করে ২ লক্ষাধিক টাকার লাভের আশা করেছিলাম। কে বা কারা রাতের আঁধারে ফসল কেটে তছরুপ করেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সোমবার (১১ জুলাই), গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের টেপু খালি মাঠে মহন আলী নামের এক কৃষকের ৪ বিঘা জমির কুমড়া ও লাউয়ের ক্ষেত কেটে দিয়েছিল দুর্বৃত্তরা।

এর পূর্বে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধানখোলা গ্রামের উত্তর পাড়ায় মৎস্য চাষী ইয়াসিন আলী মাস্টার ও শহিদুল ইসলামের পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে ৬ লক্ষ টাকার মাছ মরে বিনষ্ট হয়ে যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন