আমঝুপি অফিস:
মেহেরপুরের গাংনীতে ৬০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়া সেন্টুর ছেলে আলফাজ আলী(৪০) ও আজিম উদ্দিনের ছেলে ইমরান(২২)।মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আলমপুর বাজার দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলফাজ ও ইমরানকে আটক করে এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটককৃত আলফাজ আলীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ৮টি মামলা বিচারাধীন রয়েছে ও ইমরানের বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।