নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী,তেঁতুলবাড়ীয়া, বামন্দী,মটমুড়া ও সাহারবাটী ইউপির নব-নির্বাচিত (সদস্য) মেম্বরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৫টি ইউনিয়নের মােট সদস্য ৪৫ ও সংরক্ষিত সদস্য ১৫জন শপথগ্রহণ করেন।
বুধবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
শপথ বাক্য পাঠ করান গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এসময় উপস্থিত ছিলেন সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।