Home » গাংনীতে উপজেলায় বীর মুক্তিযােদ্ধা বিশুকে রাস্ট্রের মর্যাদায় দাফন ​করেন

গাংনীতে উপজেলায় বীর মুক্তিযােদ্ধা বিশুকে রাস্ট্রের মর্যাদায় দাফন ​করেন

কর্তৃক xVS2UqarHx07
155 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব এলাহী বিশু ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বীর মুক্তিযােদ্ধা বিশু সােমবার ভােররাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশু কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিশু ধর্মচাকী গ্রামের বাসিন্দা। সােমবার দুপুর ২টার দিকে ধর্মচাকী গ্রামে আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

গাংনী থানা পুলিশের একটিদল গার্ড অফ অনার প্রদান করেন। রাস্ট্রের পক্ষে বীর মুক্তিযােদ্ধা বিশুকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন গাংনী নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

এসময় বীর মুক্তিযােদ্ধা বিশুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সােনা,বীর মুক্তিযােদ্ধা মােজাম্মেল হক। রাস্ট্রীয় মর্যাদা জানানাের পর জানাজা শেষে স্থানীয় গােরস্থান ময়দানে বীর মুক্তিযােদ্ধা বিশুর দাফন সম্পন্ন হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন