Home » গাংনীতে একই জমিতে দু’জনে আবাদ করা নিয়ে বাকবিতন্ডা, হাঁসুয়ার কোপে জখম-১

গাংনীতে একই জমিতে দু’জনে আবাদ করা নিয়ে বাকবিতন্ডা, হাঁসুয়ার কোপে জখম-১

কর্তৃক xVS2UqarHx07
293 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম সহড়াতলাতে একই জমিতে দু’জনে আবাদ করা নিয়ে বাকবিতন্ডা এবং হাঁসুয়ার কোপে জখম হয়েছেন লালন হোসেন নামের এক কৃষক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর), দুপুরের দিকে সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, সহড়াতলা গ্রামের লালন হোসেন এবং নুরুল হক একই জমিতে মাসকলাই এর আবাদ করে আসছিলো এবং মাসকলাই আবাদ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে নূরুল হক রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে লালন হোসেন কে কোপাতে থাকে এতে লালন হোসেন মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্হানীয় জনতা ঘটনা স্থল থেকে লালন হেসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক লালন হোসেনের মাথায় কয়েকটি সেলাই দিয়েছেন এবং তাঁর পিঠের উপরে হাঁসুয়ার কোপে ক্ষতচিন্হ রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে চিকিৎসা শেষে লালন হোসেন বর্তমানে সহড়াতলা গ্রামে তার নিজ বাসভবনে অবস্থান করছেন।

এবিষয়ে নূরুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের জন্য ফোন নং চাওয়া হলে অনেকেই তা দিতে নারাজ এবং ফোন নং জানেন না বলে জানিয়েছেন।

এদিকে তেঁতুল বাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর শরিফুল ইসলাম লাটুর কাছে ঘটনা সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, মারামারির ঘটনা আমি শুনেছি তবে কেও ডাকতে আসেনি বা কোনো অভিযোগ করেননি। বিষয়টি সকালে দেখবো।

গাংনী থানায় ঘটনা সম্বন্ধে জানতে চাওয়া হলে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে কেউ অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন