Home » গাংনীতে এক ব‍্যবসায়ীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গাংনীতে এক ব‍্যবসায়ীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

কর্তৃক xVS2UqarHx07
265 ভিউজ

গাংনীতে ব‍্য্য্য্যবস

মেহেরপুরের গাংনীতে এক ব‍্যবসায়ীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার বলছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে কেউ অভিযোগ করেছেন নির্বাচনি সহিংসতায় মৃত্যু হয়েছে তার।

মৃত হাশমত আলীর বাড়ি গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের আলম বাজার গ্রামে। তিনি মুরগি ব‍্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীদের ঝগড়া মেটাতে গিয়ে হাশমত আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

মৃতের স্ত্রী মরফিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রাত থেকে অসুস্থ। এর আগে তার দুইবার স্ট্রোক হয়েছিল। রাতে তার স্প্রে (ইনহেলার) শেষ হয়ে যায়। সকালে স্ট্রোক করে মারা গেছে।’

স্থানীয় কাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য খবির উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অথচ কে বা কারা ৯৯৯ ফোন দিয়ে বলেছেন, নির্বাচনি সহিংসতায় মারা গেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন‍্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গাংনী থানায় মামলা হবে বলে জানান ওসি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন