আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরে গাংনীতে গলায় ফাঁসদিয়ে সুমি খাতুন(৪০)নামের এক গৃহবধ আত্মহত্যা করেছে।আজ মঙ্গলবার ভোরে ৫টার দিকে এঘটনা ঘটে।নিহত সুমি খাতুন উপজেলার কাথুলী ইউনিয়ের গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ার মাসুদ রানার স্ত্রী।
স্থানীয়রা জানান,সুমির বড় ছেলে শাহরিয়ার সাফিন সোমবার দিবাগত রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে দেরী করে বাড়ি ফিরে। এ কারণে সুমি তার ছেলেকে বকাবকি করেন। পরে রাতে দু’ছেলের সাথে একই ঘরে ঘুমিয়ে পড়েন সুমি। সকালে তার ছেলেরা ঘুম থেকে জেগে দেখে মায়ের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। ছেলেকে মারার কারণে সে নিজের ভূল বুঝতে পেরে অভিমানে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
গলায় ফাঁসদিয়ে আত্মহত্যার বিষয়টা নিশ্চিত করে জেলা আ.লীগের সমাজ ও ত্রান কল্যান বিষয়ক সম্পাদক ও কাথুলী ইউনিয়া পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।
গাংনী থানার মোঃবজলুর রহমান জানান লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।