নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামী মোখলেচুর রহমান ওরফে মকলেচকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা।
মোখলেচুর রহমান গাংনী উপজেলার মোহাম্মদপ্রর গ্রামের কান্দিপাড়া এলাকার মওলা বকসের ছেলে।
গত রোববার দিবাগত রাতে বামন্দী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ সিপিসি ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তার বিরুদ্ধে গাংনী থানার জিআর মামলা নং ১৯০/১৪ ইং এবং গাংনী থানার জিআর মামলা নং ০২, তারিখ ০২/০৯/২০১৪ ইং। ধারা ৩৮৫/৩৮৭ পিসি।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের ইনচার্জ এএসপি তারেক আমান বান্না এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আদালতের পরোয়ানাভূক্ত আসামী মোখলেচুর রহমান বামন্দীতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্ত্বিতে সেখানে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।