আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামে চােরাই ছাগল বিক্রি করতে এসে শফিকুল ইসলাম (৪৩) নামের একজন জনতার হাতে আটক হয়েছে। পরে গণধােলাই শেষে তাকে গাংনী থানা পুলিশের হাতে সােপর্দ করা হয়।
রবিবার দুপুরে গাংনী উপজেলা শহরের কসাইখানা থেকে চােরাইকৃত ২টি ছাগলসহ শফিকুলকে আটক করা হয়।
আটককৃত শফিকুল তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের উত্তরপাড়ার খেদের আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী বলেও স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান,শনিবার দিবাগত রাতে পলাশীপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত আজমত আলীর ছেলে রবিউল ইসলামের ২টি খাসি ছাগল চুরি হয়। পরের দিন রবিবার দুপুরের দিকে ছাগল মালিক রবিউল গাংনী কসাইখানা এসে দেখতে পারেন চােরাই ছাগল ২টি স্থানীয় কসাইরা জবাই করার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন চুরির সাথে জড়িত শফিকুল ইসলাম। ছাগল মালিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতাদের সাথে নিয়ে শফিকুলকে ঝাপটে ধরে। এসময় স্থানীয়রা তাকে গণধােলাই শেষে গাংনী থানা পুলিশের হাতে সােপর্দ করেন।
গাংনী থানা সূত্র জানায়,ছাগল চুরির দায়ে শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।