আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলার চোরগোয়াল গ্রামে জনতার হাতে মোবাইল চোর তুহিন(২৫) আটক হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় গ্রামের সোহাগের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা।
আটককৃত তুহিন উপজেলার চরগোয়াল গ্রামের ঘাটপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বেশ কয়েকটি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় তুহিন। ওকে দেখে স্থানীয়রা আটক করার পর ৯৯৯ ফোন দিলে গাংনী থানা পুলিশ স্থানীয় ভবানীপুর ক্যাম্পকে সেখানে পাঠায়।ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা তাঁকে আটক না করে ক্যাম্পে ফিরে যাই।
স্থানীয়রা জানান,ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্য ও গ্রামের সাবেক মেম্বার শহিদুল ইসলামের ছেলে সোহাগের কথামত তুহিনকে ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে চরগোয়াল গ্রামের মুদি ব্যবসায়ী সোহাগ জনান,তুহিন চোর প্রামানিত হওয়ায় তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে।
এব্যাপারে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ আবুল কালামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সরকারী নাম্বর বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।