নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের সাথে নবাগত গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম,সর্বজন ও বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম,গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিৎ কুমার নন্দী।
এসময় বক্তব্য রাখেন নারীনেত্রী নুরজাহান বেগম,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,মুজিবনগর সরকারী কলেজের সহকারি অধ্যাপক মােরাদ আলী,গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন।