নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব-১৭) উপলক্ষে উপজেলা উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হই।
শুক্রবার বিকেল ৪ টার সময় সাহারবাটী ফুটবল মাঠে এই খেলার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সভাপতি করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিচার মীর হাবিবুল বাসার, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা,কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল হুচাইন, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকলায়েন সেপু, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা ।
শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাই তেতুবাড়ীয়া ইউনিয়ন একাদশ অনদিকে কাজিপুর ইউনিয়ন একাদশ।