নিজস্ব প্রতিবেদক:
“দক্ষ যুব সমৃদ্ধ দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে” প্রতিপাদ্যকে ধারন করে মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোস্তফা জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজ। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম।