আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে নান্দিক পাঠাগারের তিন মাসব্যাপি সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা শহরের প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল সংলগ্ন নান্দিক পাঠাগারের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসুচীর উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত মুজিব শতবর্ষে,শত গ্রন্থাগারের ‘পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই’শিরোনামে জাতির পিতার রচনা-পাঠ কর্মসূচি বিষয়ক বিশেষ কার্যক্রমে অংশ হিসাবে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দিক পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট ইসমত শিল্পী। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল হক পবন,গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ও নান্দিক পাঠাগারের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজুসহ পাঠাগারের অন্যান্য সদস্য ও পাঠক-পাঠিকাবৃন্দ। এদিকে নান্দিক পাঠাগার উদ্বোধন হওয়ায় বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য জাতীয় গন্থকেন্দ্রের উদ্যোগে সারাদেশে নির্বাচিত ১০০টি (প্রতিটি জেলা হতে কমপক্ষে ১টি বে-সরকারী গন্থাগারকে অন্তর্ভূক্ত করে) বেসরকারী গ্রন্থাগারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসুচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মতি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’গ্রন্থটি পাঠক-পাঠিকাদের হাতে তুলে দেয়া হয়। গ্রন্থটির আলোকে তিন গ্রুপে রচনা প্রতিযোগিতার আয়োজন হয়েছে।