নিজস্ব প্রতিবেদক:
গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ।
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২ টি দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে।
আজ বুধবার (২৯ ডিসেম্বর), মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিৎলা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা ধার্য করে।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করেন।
এসময় সহযোগিতায় ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে, গাংনী উপজেলার চিৎলা বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ন পন্য বিক্রি ও পন্যের মুল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে মেসার্স মিন্টু ট্রেডার্সকে ৭ হাজার টাকা ও মেসার্স ইমন ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ পন্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং সকলকে সচেতনতার জন্য উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।