আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গতকাল বুধবার রাতে গাংনী থানার কাথুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কাথুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রকিব মিয়া (২৩) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আশিক ইসলাম (২১)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী থানার কাথুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে রকিব ও আশিককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।