Home » গাংনীতে তিনটি বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার

গাংনীতে তিনটি বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

 

আমঝুপি অফিস:

 

মেহেরপুরের গাংনীতে তিনটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।

তেঁতুলবাড়িয়া গ্রামের প্রত্যক্ষদর্শী রাশেদুজ্জামান বলেন, তারা কয়েকজন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল কিনে তিনটা গাড়ি একসাথে আসার সময় ব্রীজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে বলে আংশিক বোঝা যায়। তবে ব্রিজের কাছে এসে কাউকে পাওয়া যায়নি পরে

গাড়ি নিয়ে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ওপরে তিনটি লাল কষ্টের দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে গ্রামের লোকজনের সহযোগিতায় ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তো ঘটনা স্থলে এসে কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোশারফ হোসেন জানিয়েছেন,ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তিনটি মোটরসাইকেলে কয়েকজন লোকজন আছে এমন ভেবে হয়তো ছিনতাইকারীরা মাঠের দিকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আবির হোসেন জানান, তেঁতুলবাড়িয়া এলাকায় পুলিশে অভিযান না হওয়া এবং হিন্দা ক্যাম্প থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে।

দ্রুত হিন্দা পুলিশ ক্যাম্প স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে কোনভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

০ মন্তব্য

You may also like

মতামত দিন