Home » গাংনীতে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

গাংনীতে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
120 ভিউজ

সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দি তে মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সভাপতিত্ব করেন আড়পাড়া গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আলাল উদ্দীন রিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা তানভিরুল ইসলাম উজ্জল, জুবায়ের হোসেন উজ্জল, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমএ খালেক বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই আজ দেশের এত উন্নয়ন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে দৃশ্যমান বঙ্গবন্ধু কন্যার সাহসী উন্নয়ন কর্মকান্ড। এ উন্নয়ন ধারা ধরে রাখতে আগামি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন বার্তা সকল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতার্কীদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন