নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গাংনীতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্তৃক স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার ছেড়া ও হুমকী ধামকীর অভিযোগ উঠেছে।
মেম্বার পদপ্রার্থী মোতালেব হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম ও তার আনুমানিক ৩০/৪০ জন সমর্করা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ছাতিয়ান বাজারে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সেই সাথে স্বতন্ত্রপ্রার্থী সোহেল আহমেদের আনারস মার্কার ও আমার টিউবওয়েল মার্কার পোস্টার ছিড়তে থাকে এবং নানান ভাষায় হুমকী ধামকী দিতে থাকে।
তাদের আচরণে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ করতে চেষ্টা করে। এ সময় তারা পালিয়ে যায়। এ সময় আবুল মেলেটারী ও গালিব নামের দুজনকে আটক করে স্থানীয় লোকজন। পরে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে তাদের সোপর্দ করা হয়।
সোহেল আহমেদের কর্মী মিন্টু মিয়া জানান, আবুল হাশেম ও তার লোকজন উপজেলার ০৫নং মটমুড়া ছাতিয়ান বাজারে এসে সোহেল আহমেদ সমর্থকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পোস্টার ছিড়তে থাকে।
স্থানীয় খাইরুল ইসলাম জানান, তাদের আচরণে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করে। এসময় হাশেমের সমর্থকদের সাথে ধাক্কাধাক্কি হয়। আমি সেখান থেকে আবুল মেলেটারীকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে পুলিশ আসলে তাদের হাতে তুলে দিয়েছি।
স্থানীয় কয়েকজন দোকানদার জানান, তারা এসে গালাগালি করে এবং আমাদের বলে দোকানে যদি সোহেলের কোন পোস্টার লাগানো থাকে তাহলে দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।
স্বতন্ত্রপ্রার্থী সোহেল আহমেদ জানান, আবুল হাশেম নিশ্চিত পরাজয় জেনে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমি তার এহেন কৃতকর্মের তীব্র নিন্দা জানায়। তিনি সেই সাথে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
নৌকার মনোনীত প্রার্থী আবুল হাসেম বিশ্বাস জানান, আমার ৭০টি মোটরসাইকেল নিয়ে আমরা শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরছিলাম।ছাতিয়ান গ্রামের স্থানীয় নেতাকর্মীদের কুশল বিনিময়ের সময় দুটি মোটরসাইকেলে হেলমেট বাহির চারজন এসে মেম্বার পদপ্রার্থী মোতালেব হোসেনের টিউবওয়েল মার্কা প্রতীকের প্রস্তাব ছিড়তে শুরু করে। এ সময় সেখানে থাকা স্বতন্ত্র প্রার্থী আবুল সোহেল আহমেদ এর পোষ্টার ছিড়ে ফেলে। হঠাৎ একদল রাত বাহিনী এসে আমাদের ওপর অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমার সহকর্মী আবুল মিলিটারি ও আমার ভাইয়ের ছেলে গালিব মারাত্মক আহত হয়। পরে গালিবকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছি। আটককৃতদের উদ্ধার করে তাদের নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করেছি। আমার জানা মতে তারা এখন গাংনী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।