নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক এর সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কমিটির হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৭৪ মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি,কমিটির সহ সভাপতি গাংনী উপজলো নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড, রাশেদুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এমপি মহোদয়ের সহধর্মিনী লাইলা আরজুমান বানু শিলা গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ,
উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন এর সঞ্চালনায় সভায় নব নির্বাাচিত কমিটির সদস্যদের ফুলের ষ্টিক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সভায় সর্ব্বসম্মতিক্রমে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।