আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের সাথে ইজিবাইকের সংঘর্ষে দু’জন যাত্রী আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার করিমপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- জুগিরগোফা গ্রামের নতুন পাড়ার শুকুর মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম (৫০)এবং একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী নাজেরা খাতুন (৪০)
প্রত্যক্ষদর্শী জুগিরগোফা গ্রামের ইউসুফ আলী জানান, তিনি ও তার স্ত্রীসহ কয়েকজন পাখি ভ্যানযোগে গাংনী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে করিমপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের ধাক্কায় যাত্রী মনিরুল ইসলাম ও নাজিরা খাতুন রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহত নাজেরা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।