Home » গাংনীতে পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয়ে ৫ জন আহত । 

গাংনীতে পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয়ে ৫ জন আহত । 

কর্তৃক xVS2UqarHx07
26 ভিউজ

 

আব্দুল হামিদ, বার্তা সম্পাদক:

 

মেহেরপুরের গাংনীতে পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একরামুল ইসলাম (৫০)ও তৌহিদুল ইসলাম(৩৮) নামের ২ কৃষক। আহত হয়েছেন আর ৩ জন মজিবুল ইসলাম (৩০) দোলোরদ্দিন মন্ডল(৭০) আরো একজন মহিলা। ঘটানাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কাজলা নদীর পাশে।

প্রত্যক্ষদর্শী মজিবুল ইসলাম জানায় , আজ ২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে সে বাসা থেকে বের হয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের কাজলা নদীর পাশে একটি মাঠে ঘাস কাটছিলেন এমন সময় একটি পাগলা শিয়াল পিছন থেকে তাকে আক্রমনের চেষ্টা করলে সে হাসুয়া (ঘাস কাটার অস্ত্র) দিয়ে একটি কোপ দিলে শিয়ালটি পালিয়ে ভুট্টা ক্ষেতের ভিতট ঢুকে যায় । কিছুক্ষন পর তার থেকে একটু দুরেই ঘাস কাটছিলেন একরামুল হক। পাশের ভুট্টা ক্ষেতের ভিতর থেকে লুকিয়ে থাকা পাগলা শিয়ালটি এসে তার পা কামড়ে ধরে। এসময় তাকে বাচাতে তোহিদুল ইসলাম এগিয়ে গেলে সে ও আক্রমনের শিকার হয়ে আহত হয় । তৌহিদুল ও একরামুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাংনী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মেহেরপুর সদর হাসপাতালে এবং একরামুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করে। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন