মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে পানিতে ডুবে জিহান হােসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জিহান শালদহ গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি গর্তের পানি থেকে শিশু জিহানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
জিহানের বাবা জিনারুল ইসলাম জানান,সকালে জিহান খেলা করছিল। এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলােনা। পরে বাড়ির পাশে গর্তে তার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। জিহান খেলার সময় অসাবধানবশত সে গর্তে ডুবে মারা গেছে।