নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে কামাল হোসেন(৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৮এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সিন্দুর কৌটা গ্রামের পূর্ব পাড়ার ঘটনা ঘটে। আহত কামাল হোসেন সিন্দুর কোটা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
আহত কামাল হোসেন জানান, আমি আমার গ্রামের পূর্বপাড়ার প্রভাবে দোকানে বসে ছিলাম।এ সময় একই গ্রামের মার্জেল হোসেনের ছেলে ইউসুফ আলী(৩২) এর নেতৃত্বে শহীদ আলীর ছেলে ইব্রাহিম(৩২), মৃত নায়েব আলীর ছেলে রতন(৪০), বাবলুর ছেলে রুবেল(২৫), পেরু বাঘের ছেলে শুকুর আলী(৩৫) ও নাড়ার জামাতা দাখিল হোসেন(৪০) দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(স্যাকলো) সোহাগ হোসেন জানান, কামাল হোসেনের মাথায় ৯টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র রয়েছে তবে তিনি আশঙ্কামুক্ত নন।
গাংনী থানার ওসি(তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।