Home » গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন প্রস্তুুতি সভার আয়ােজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধা,সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ,স্বাধীনতা দিবসের মধ্যে রাতে ৫০ বার তােপধ্বনি,২৬ মার্চ সকালে সুর্যােদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সকাল ৬টার সময় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হবে।

সকাল ৮টার সময় গাংনী পাইলট মাধ্যমিক হাই স্কুল ফুটবল মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযােদ্ধা ও মুক্তিযােদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। এদিন হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

পরে সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৬ মার্চ দিবাগত রাতে সরকারী-বেসরকারী ভবন সমূহে আলােকসজ্জা করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন