নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে বাজি ধরে মােটরসাইকেল চালাতে গিয়ে রাব্বি হােসেন (১৫) নামের এক কিশাের আহত হয়েছে। আহত রাব্বি গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বুধবার সকাল ১১টার দিকে সাহারবাটী-হিজলবাড়ীয়া আটকবর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সকালের দিকে রাব্বি তার বন্ধুর সাথে বাজি ধরে মােটরসাইকেল জােরে চালাতে গিয়ে পড়ে গিয়ে মারাত্বক ভাবে আহত হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।