নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ আহসান হাবিব (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে।আটককৃতত আহসান হাবিব কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া ইউনিয়ানের আব্দুলপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান,গাংনী উপজেলার বেতবাড়ীয়া-নাটনাপাড়া সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পটকা পাঁচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আহসান হাবিবকে বিপুল পরিমাণ ভারতীয় পটকাসহ আটক করে। এসময় অবৈধ ভারতীয় পটকা পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইল জব্দ করে পুলিশ। আটককৃত আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ ভারতীয় পন্য দেশে আনার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা পূর্বক মেহেরপুর জেলা আদালতের প্রেরণ করা হবে।