নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম,ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম,সাংবাদিক জুলফিকার আলী কানন,সাহাজুল সাজু,রাব্বি আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। গাংনী তথা দেশের উন্নয়নে সাংবাদিক-প্রশাসন জনগণকে সাথে নিয়ে সকলে মিলেমিশে এক সাথে কাজ করতে হবে এমন প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।