Home » গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন।

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন।

কর্তৃক xVS2UqarHx07
21 ভিউজ

গাংনী প্রতিনিধি:

 

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর (৭৫) শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্না,,,,, রাজিউন) । তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা, ২ ছেলে ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার মৃত খোকা মন্ডলের ছোট ছেলে।

 

রবিবার সকাল ১০ টার সময় চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদার পর জানাযা শেষে চৌগাছা কেন্দ্রীয় গোরস্থান ময়দানে তাকে দাফন করা হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গার্ড অব অনারের মাধ্যমে সরকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন ।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, তাহাজউদ্দীনসহ অনেক সহযোদ্ধারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন