আজকের মেহেরপুর ডেস্ক:
মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পৌর যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলামকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী বাজারে ছাত্রলীগের একটি মিছিল প্রদক্ষিনের সময় বিএনপি নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বাজার সংলগ্ন পরিত্যাক্ত মৎস্য খামারের নিকট ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা যায় এতে এলাকায় আতংক সৃষ্টি হয় পরে পুলিশ এসে ৩টি বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান,বোমার বিস্ফোরনের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো: সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।