নিজস্ব প্রতিবেদক:
বুধবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। আলোচনা সভার শুরুতেই কৃষি যন্ত্রপাতি বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,মেহেরপুর ডিএই কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা,কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার হেলালউদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে করমদী গ্রামের চাষী জামাত আলী ও তেঁতুলবাড়ীয়া গ্রামের রুবেল হোসেনের হাতে ধানকাটা (হারভেষ্টার)মেশিনের চাবী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কৃষি অফিসের স্টাফসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।