নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৩টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে গাংনী উপজেলার পোড়াপাড়া এলাকার মোয়াজ ব্রিকস, ফাইভ স্টার ও আর এস বিসি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইটভাটার (ব্রিকস) মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।