Home » গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
102 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বিট পুলিশিং বাড়ি-বাড়ি,নিরাপদ সমাজ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বামন্দী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বামন্দী ইউনিয়ন পরিষদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার,বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল। এসময় উপস্থিত ছিলেন, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীসহ মুক্তিযোদ্ধা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন