নিজস্ব প্রতিবেদক:
মায়ের বুকের দুধ পান করার সময়ে দম বন্ধ হয়ে আলিফ হোসেন নামের সাত মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ করুণ ঘটনাটি ঘটেছে।
আলিফ হোসেন ওই এলকার আজমাইন হোসেনের ছেলে।
আলিফ হোসেনের চাচা ইকলাস আলী মাস্টার জানান, ঘটনার সময় আলিফ হোসেনকে তার মা হালিমা খাতুন বুকের দুধ পান করাচ্ছিলেন। অসাবধানতা বসত হঠাৎ শিশুটি দম বন্ধ হয়ে পড়ে। এক সময় মূমূর্ষ হয়ে পড়ে। সাথে সাথে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বোধাদিপ্ত দাশ (বিডি দাশ) জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার শ্বাস বন্ধ হয়ে মারা গেছে বলেই জানান তিনি।