নিজস্ব প্রতিবেদক:
গাংনীতে মায়ের সাথে অভিমান করে বীষ পান করে আত্মহত্যার ব্যার্থ চেষ্টা করেছে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মিলি (১৫)।
রোববার দিবাগদ মধ্যরাতে বাড়ির পাশে বসে বীষপান করে সে। পরে অসুস্থ অবস্থয় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। মিলি গাংনী উপজেলার শালদহ গ্রামের বীলপাড়া এলাকার প্রবাসী উজ্জল হোসেনের মেয়ে। সে শালদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। মিলি বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন উন্নতের দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত স্যাকমো শরিফুল ইসলাম।