Home » গাংনীতে মুক্তিযুদ্ধ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাংনীতে মুক্তিযুদ্ধ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
130 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে মুক্তিযুদ্ধ ও কিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্ররুপে মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গাংনীর ভাটপাড়া কুঠি বধ্যভুূমির শহীদ ৬ জন ও সাহারবাটি টেপুখালি মাঠের বধ্যভূমির ৮ জন মুক্তিযুদ্ধের সংগঠক ব্যক্তিদের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।শহীদ এমলাক হোসেন, শহীদ উজির আলী মালিথা, শহীদ হারিস উদ্দীন, শহীদ আবুল হাশেম সরকার,শহীদ হাফিজউদ্দীন বিশ্বাস, শহীদ আবুল কাশেম, শহীদ আজিজুল হক, শহীদ প্রকৌশলী মহসিন আলী প্রমুখের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি)ডিসি ইকোপার্ক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটি গ্রামের শহীদ এমলাক মাষ্টারের ছেলে ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা চারুশিল্পী গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি মুহাম্মদ আলকামা সিদ্দিকী । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , গাংনী থানার মুজিবাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন,(ভার্চুয়ালি যুক্ত ছিলেন) জাপান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোখলেছুর রহমান প্রমুখ।

মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. এ কে এম শফিকুল আলম, শহীদ পরিবারের সন্তান আশরাফুল আলম স্বপন, বিপ্লব,জুয়েল, কাথুলী, তেতুলবাড়ীয়া, সাহারবাটি ও ধানখোলা ইউপি চেয়ারম্যান যথাক্রমে মিজানুর রহমান রানা, নাজমুল হুদা বিশ্বাস, মশিউর রহমান ও আব্দুর রাজ্জাক, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সন্তান তামজিদুর রহমান মুক্তি, গাংনী ডিগ্রী কলেজের প্রভাষক নাসিরউদ্দীন, এসময় মুক্তিযোদ্ধা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী , সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা মঞ্চে উপবিষ্ট ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন