নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী পৌর শহরের মালসাদহ গ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর – টু কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে এঘটনা ঘটে।
নিহত শিশু আম্মার হোসেন গাংনী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান আম্মার হোসেনের দাদি রাস্তার বিপরীতে একটি মিলের সামনে বসে ছিলেন।
ওই সময় আম্মার হোসেন রাস্তার বিপরীত দিকে দাদির কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে শিশুটি সড়কের পাশে আছড়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আম্মার হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় বাসটিকে সনাক্ত করতে পারেনি।
এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।