আমঝুপি অফিস:
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার।
মেহেরপুরের গাংনীর চরগোয়ার গ্রামের আতিয়ার রহমানের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর এক অভিযানে এগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।
গেল ৪ ফেব্রুয়ারী যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা জানতে পারেন, আতিয়ার রহমানের কাছে অস্ত্র রয়েছে। যা চাঁদাবাজি, ডাকাতি এবং রাজনৈতিক অপরাধমূলক কর্মকান্ডের জন্য ব্যবহার করে। এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক তৈরি, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার ৪ টি মামলা রয়েছে। সে গাংনী উপজেলার একজন কুখ্যাত অপরাধী। উক্ত তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ফারহান তানভীরের নেতৃত্বে একটি টহল দল আতিয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আতিয়ার রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ির ঘর তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ মিঃমিঃ চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা। এ বিষয়ে অস্ত্র আইনে আতিয়ার রহমানের নামে গাংনী থানায়্ একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র গুলি গাংনী থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। অস্ত্র আইনে মামলার আসামি হিসেবে আতিয়ার আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতার করতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান অব্যহত রয়েছে বলে জানা গেছে।