Home » গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা

কর্তৃক xVS2UqarHx07
122 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এ সময় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ,মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মমতাজ আলী, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন