নিজস্ব প্রতিবেদক:
গাংনীতে শিশু বলাৎকারকারীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গাংনী শহরের মাঠপাড়ার বিশারত আলীর ছেলে আখের আলী ও শফিকুল ইসলামের ছেলে শিশু রাহুল।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) জহির রাইহানের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আইও এসআই জহির রাইহান বলেন, আখের ও রাহুল দুজনেই শিশু বলাৎকার কারীর সহযোগী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মুরছালিনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার মুরগী ব্যবসায়ী মুরছালিন একই পাড়ার এক শিশুকে পাখি শিকারের নামে ডেকে নিয়ে একটি কলা ক্ষেতের মধ্যে ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ও ছবি বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান শুরু করে গাংনী থানা পুলিশ।