আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে এ প্রতিযােগীতার আয়ােজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন।
বুধবার দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর-এর তত্ত্বাবধানে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিযােগিতার আয়ােজন করে গাংনী উপজেলা প্রশাসন। আয়ােজনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুর বাসার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাজাহান রেজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মাসুম।