Home » গাংনীতে সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

গাংনীতে সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অবহিতকরণ সভা

কর্তৃক xVS2UqarHx07
131 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও নিযার্তন কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে বাৎসরিক আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টার সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কেন্দ্রে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজন এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড,জামার্নীর সহযোগিতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রকল্পের চলমান প্রকল্প সমূহ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের কার্যক্রম , কর্ম এলাকা,অর্জনসহ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা।

প্রকল্পের (অর্থ ও প্রশাসন) সহকারী সমন্বয়কারী ফরহাদ আলী খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,গাংনী প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু, দৈনিক সময়ের কাগজ ও চ্যানেল ফােরের মেহেরপুর জেলা প্রতিনিধি এম এ লিংকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন ও মজনুর রজমান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের গান উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান পাভেল, আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় নারী-মুক্তি ও নারী উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মানসুরা খাতুনসহ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিকবৃন্দ বলেন,আমরা জানি, নারী-মুক্তি ও নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবত নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ,যৌতুক প্রতিরোধ, পারিবারিক সহিংসতা কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। বর্তমানে নারী নির্যাতনের ধরণ পাল্টিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ইতোমধ্যেই বাল্যবিয়ের সংখ্যা উদ্বেগজনকহারে বেড়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন