Home » গাংনীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী পালাতক

গাংনীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী পালাতক

কর্তৃক xVS2UqarHx07
163 ভিউজ

সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:

মেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে ছাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। দাম্পত্য কলহের জের ধরে আজ বুধবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছে স্বামী বিদ্যুৎ হোসেন।

বিদ্যুৎ হোসেন হুদাপাড়া গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।

স্থানীয় ও ছাবিনার পিতার পরিবার সুত্রে জানা গেছে, এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ছাবিনা খাতুনের সাথে কুঞ্জনগর হুদাপাড়া গ্রামের দিনমজুর বিদ্যুৎ হোসেনের বিয়ে হয়। এটি ছাবিনার দ্বিতীয় আর বিদ্যুৎএর তৃতীয় বিয়ে। এ বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এর জের ধরে আজ বুধবার ভোরে দু’জনের মাঝে ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে স্বামী বিদ্যুৎ। মাথায় কয়েকটি আঘাতের ফলে ছাবিনা মৃত্যু বরণ করে। এসময় বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া এবং বিদ্যুৎকে গ্রেফতারের চেষ্টা চলছে

০ মন্তব্য

You may also like

মতামত দিন