আজকের মেহেরপুর ডেক্স:
হেরোইন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামী বাদশা আলমগীরকে (৪০) গ্রেফতার করেছে গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্প। বাদশা আলমগীর গাংনী উপজেলার হিন্দা গ্রামের হাজী আবুবক্কর সিদ্দিকের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে হিন্দা গ্রামে বাদশা আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে হেরোইন বিক্রির অভিযোগে দায়ের করা মামলার নং জিআর ১৬১/১৬ ইং।
ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, হেরোইন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামী বাদশা আলমগীর বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।