Home » গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগের নেতা কে আটক করেছে পুলিশ

গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগের নেতা কে আটক করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
80 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আহম্মেদকে (২১) আটক করেছে পুলিশ। আটককৃত লিমন গাংনী উপজেলা ছাত্রলীগের উপ- পাঠাগার বিষয়ক সম্পাদক ও গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদ (মহুরার) এর ছেলে। বুধবার দিবাগত রাতে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গাংনী থানার এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গাংনী উপজেলা ছাত্রলীগের উপ- পাঠাগার বিষয়ক সম্পাদকের লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। লিমনকে অ্যাপাচি আরটিআর বাইকসহ আটক করলেও মোটর সাইকেলের অপর আরোহী শুভ আহমেদকে তল্লাশি করতে গেলে সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয় ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন