নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় সীমান্ত থেকে ১২ কেজি গাঁজা ছিনিয়ে নিতে গিয়ে মাদক ব্যবসায়ীদের পিটুনির শিকার হয়েছেন আহম্মেদ আলী (৩২) নামের এক যুবক।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সীমান্তবর্তী রংমহল গ্রামে। পিটুনির শিকার আহম্মেদ আলী
খাসমহল গ্রামের চাঁন মহাম্মদের ছেলে।
জানা যায়, রংমহল গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রায়ই সীমান্ত থেকে মাদক পাঁচার করে দেশের মধ্যে নিয়ে আসেন। মাদক বহনকারী হিসাবে একই গ্রামের মিন্টু আলী,সােহেল ও সুরুজ হােসেনকে ব্যবহার করেন। সে মােতাবেক গত বুধবার রাতে তারা সীমান্ত এলাকা থেকে ২৪ কেজি গাঁজা
নিয়ে শরিফুলের কাছে পৌঁছে দেন। পথের মধ্যে তাদের কাছ থেকে অজ্ঞাত চার ব্যক্তি ১২ কেজি গাঁজা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাকি ১২ কেজি গাঁজা শরিফুলের নির্দেশনামত গন্তব্যে পৌঁছে দেয় তার মাদক বহনকারীরা। তবে গাঁজা ছিনিয়ে নেওয়ার বিষয়ে খাসমহল গ্রামের আহম্মেদ আলীকে অভিযোগ করেন শরিফুলের মাদক বহনকারীরা।
বৃহস্পতিবার বিকেলে আহম্মদ আলী বাড়ি থেকে রংমহল গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মিন্টু সুরুজ ও কামালসহ কয়েকজন আহম্মদ আলীর উপর হামলা করেন। তারা লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন আহম্মদ আলীকে। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলা হলেও শরিফুলের ভয়ে কেউ আহম্মদকে রক্ষায় এগিয়ে আসেনি। এক পর্যায়ে তারা আহম্মদ আলীর হাত-পা ভেঙ্গে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।